Site icon Jamuna Television

নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞতা ও দক্ষতা নির্বাচনে সহায়তা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা নির্বাচনে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই আমরা। সেক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের ভূমিকা সে সময় বড় হবে।

এ সময় মাদকের চাহিদা কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, তরুণ সমাজকে সচেতন করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার।

এসজেড/

Exit mobile version