Site icon Jamuna Television

হলি আর্টিজান মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট, হাসনাত করিম বাদ

গুলশানের হলি আর্টিজান হামলা মামলায় আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ঘটনার ২ বছর ২৩ দিন পর অভিযোগপত্র দাখিল করা হলো।

৮ আসামির মধ্যে গ্রেফতার ৬ জন হচ্ছেন- হাদিসুর রহমান সাগর, হাতকাটা মাহফুজ, রাজিব গান্ধী, রাশেদ, রিগ্যান, পলাতক খালিদ, রিপন ও মিজান। রিপন ও মিজান পলাতক।

ডিওমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, চার্জশিটে ঘটনায় সরাসরি জড়িত হিসেবে নব্য জেএমবির বিভিন্ন পর্যায়ের ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তামিম চৌধুরীসহ বিভিন্ন অভিযানে মারা যাওয়া ১৩ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে।

অভিযোগপত্রে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের নাম রাখা হয়নি। দেশকে অস্থতিশীল ও সরকারকে চাপে ফেলতেই হলি আর্টিজান হামলা হয়েছিল বলে উল্লেখ করেন মনিরুল ইসলাম।

এই কর্মকর্তা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করা ও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য বিদেশিদের হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। এর অংশ হিসেবে ১ জুলাই আর্টিজান বেকারিতে হামলা করা হয়।

Exit mobile version