Site icon Jamuna Television

‘ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা হামলা করে থাকতে পারে’

ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা মাহমুদুর রহমানের ওপর হামলা করে থাকতে পারে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের সেতুমন্ত্রী হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার কুষ্টিয়ার আদালতে মানহানির এক মামলায় জামিন নিয়ে বের হওয়ার পর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর মাহমুদুর রহমান নিজে এবং তার সাথে থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ অভিযোগ করেন, হামলাকারীরা ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী।

Exit mobile version