Site icon Jamuna Television

পাঠানে শাহরুখের মায়ের চরিত্রে আমির খানের বড় বোন!

বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে শাহরুখ-দীপিকার পাঠান। বিশ্বব্যাপী মুক্তির দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে ছবিটি। এবার জানা গেল এই ছবি নিয়ে নতুন তথ্য। পাঠানে দেখা যাচ্ছে আমির খানের বড় বোনকে। খবর নিউজ এনসিয়ারের।

সংবাদ সূত্রে জানা যায়, পর্দায় শাহরুখের পাশাপাশি দেখা গেছে আমির খানের বড় বোন নিখান খানকে। নিখাত সেখানে একজন আফগান নারীর চরিত্রে অভিনয় করছেন এবং ছবিতে শাহরুখের পালক মা। স্ক্রিনে দেখা যায়, শাহরুখ একটি গ্রাম পুনুরুদ্ধার করার পর নিখাত তাকে দোয়া করছেন।

এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় ও প্রযোজনা করেছেন নিখাত খান। এছাড়া বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। তবে এবার পাঠানে খুব কম দর্শকই তাকে চিনতে পেরেছেন।

এটিএম/

Exit mobile version