Site icon Jamuna Television

হাইতিতে পুলিশের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ও এয়ারপোর্ট ঘেরাও

শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। ছবি : সংগৃহীত

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স। সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহতের পর রাজপথে নেমেছে খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খবর সিএনএন’র।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকালে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ ও টায়ার জ্বালানোর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, পুলিশ সদস্যদের মৃত্যুর পরও সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। এ সময় তারা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বাসভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করেন। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়িক স্থাপনা বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন থানায় হামলা চালাচ্ছে অপরাধীরা। শুধু বুধবারই (২৫ জানুয়ারি) মারা গেছেন ৭ পুলিশ সদস্য। দেশটির মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে, হেনরি এরিয়েল ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে ৭৮ জন পুলিশ সদস্যের প্রাণ গেছে।

এএআর/

Exit mobile version