Site icon Jamuna Television

ওমানে জাবালে শামস পার্বত্য এলাকায় বিরল তুষারপাত

ছবি : সংগৃহীত

অভূতপূর্ব তুষারপাত দেখা মিলেছে উপসাগরীয় দেশ ওমানে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাবাল শামস পার্বত্য এলাকায় হয় বিরল এ তুষারপাত। খবর গালফ টুডে।

খবরে বলা হয়েছে, ভৌগলিক অবস্থানের কারণে তুষারঝড় দূরের কথা, শৈত্য প্রবাহ দেখাই দুষ্কর ওমানে। সেখানে আবহাওয়ার বিরূপ আচরণে হতবাক স্থানীয় অধিবাসীরা। উৎসাহী নাগরিকদের অনেকেই বরফের ওপর মেতে ওঠেছেন খেলায়।

সংযুক্ত আরব আমিরাতেও বুধবার (২৫ জানুয়ারি) থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে; সাথে ঝড়ো হাওয়া। দুবাইয়ে টানা বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে চলছে ক্লাস। রাস্তায় যানবাহন চলাচলের ওপর জারি করা হয়েছে সতর্কতা।

এএআর/

Exit mobile version