Site icon Jamuna Television

টানা দ্বিতীয়দিনের তুষারঝড়ে বিপর্যস্ত জাপান

টানা দ্বিতীয় দিনের মতো তুষারঝড় অব্যাহত আছে জাপানের উত্তরাঞ্চলে। বিরূপ আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে কয়েক ফুট পর্যন্ত তুষার জমে গেছে। ফলে বন্ধ রয়েছে বেশিরভাগ প্রধান সড়ক।

দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, ভারী তুষারপাত ও ঘন কুয়াশার কারণে হোক্কাইডো, তবেতসুসহ বেশ কিছু স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কামিজাওয়া, ওমনো টাউনসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিও হয়। ফলে ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব অঞ্চলের জনজীবন। কর্তৃপক্ষ বলছে, প্রধান প্রধান সড়কগুলো বন্ধ থাকায় উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় চলছে বরফ পরিষ্কারের কাজ।

এসজেড/

Exit mobile version