Site icon Jamuna Television

বিউটি বোর্ডিংয়ে মিলনমেলা, অংশ নিয়েছেন স্বাধীনতা সংগ্রামে জড়িত ব্যক্তিবর্গ

ষাটের দশকের আন্দোলন সংগ্রামের সতীর্থদের মিলনমেলা বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয় এই আয়োজন।

আড্ডায় উঠে আসে সেসব অগ্নিঝরা সোনালী দিনগুলোর স্মৃতি। একই টেবিলে বর্তমান সরকারের মন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সব দল মত ভুলে ফিরে যান ছয় দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে।

তারা বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে বিউটি বোর্ডিংকে আলাদা করার সুযোগ নেই। বঙ্গবন্ধুকে কারা মুক্তির আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের রণকৌশল-সব সিদ্ধান্ত এখান থেকেই নেয়া হতো। প্রতি বছরই বন্ধুদের এই মিলন মেলা হয়ে আসছে। যদিও করোনাকালের দুই বছর বন্ধ ছিলো এই আয়োজন। নতুন প্রজন্মকে স্বাধীন দেশের জন্মের ইতিহাস জানানো সবারই দায়িত্ব বলে মনে করেন তারা।

এটিএম/

Exit mobile version