Site icon Jamuna Television

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৩ এর উদ্বোধন শেষে একথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া হবে। এ সময়, সারাদিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতেই বিশ্ব বাজারের সাথে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী দুই মাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই: কৃষিমন্ত্রী

/এম ই

Exit mobile version