Site icon Jamuna Television

রাশিয়ার জাহাজ ফিরে যাওয়ায় পণ্য পেতে দেরি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট ব্যুরো:

রাশিয়ার জাহাজ দেশে পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, তবে বাকি সব কাজ ঠিকমতো চলবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সম্প্রতি সেখানে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেয়া হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন।

এএআর/

Exit mobile version