Site icon Jamuna Television

হঠাৎ অসুস্থ আন্নু কাপুর, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আচমকা বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত কিছুদিন হাসপাতালে থেকেই চিকিৎসা চলবে তার। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে বুকে ব্যথা হলে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা বলছেন, আপাতত কিছুটা সুস্থ আছেন আন্নু কাপুর। তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে।

হিন্দি বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আন্নু। ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’সহ একাধিক সফল ও আলোচিত ছবিতে তার অনবদ্য অভিনয় দেখেছেন দর্শক। ‘ভিকি ডোনার’ ছবির জন্য জাতীয় পুরস্কারেও সম্মানিত হন আন্নু। এরপর ‘ড্রিম গার্ল ২’ ছবিতেও আন্নুকে দেখা যাবে।

এসজেড/

Exit mobile version