Site icon Jamuna Television

‘দক্ষ লেদার টেকনোলজিস্ট তৈরিতে কাজ করবে ঢাবি’

আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে দক্ষ লেদার টেকনোলজিস্ট তৈরির জন্য যা যা করণীয়, তা চেষ্টা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমনটাই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে জানান, লেদার ইন্ড্রাস্ট্রি ভিত্তিক কারিকুলাম করা হচ্ছে। তাই শুধু গ্র্যাজুয়েট তৈরি নয়, লেদার সেক্টরে পরিবর্তিত টেকনোলজিতে কাজ করার জন্য যোগ্য ও দক্ষ টেকনোলজিস্ট তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটির নতুন কমিটি অভিষেক অনুষ্ঠানে শিল্প সংশ্লিষ্টরা বলেন, লেদার ইন্ডাস্ট্রিতে এখনো দক্ষ টেকনোলজিস্ট গড়ে উঠেনি, তাই এখনও বিদেশি টেকনোলজিস্টদের উপর নির্ভর করতে হয়।

এটিএম/

Exit mobile version