Site icon Jamuna Television

পঞ্চম শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রযুক্তির উদ্ভাবনী প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে। এর সাথে তাল মেলাতে পারছে না বিশ্ব। চতুর্থ শিল্প বিপ্লব নয়, এখন পৃথিবী পঞ্চম শিল্প বিল্পবের প্রস্তুতি নিচ্ছে। তাই বাংলাদেশও পঞ্চম শিল্প বিপ্লব মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ‘ডিজিটাল মেলা-২০২৩’ এর একটি সেমিনারে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় ‘পঞ্চম শিল্প বিপ্লব ও ফাইভ-জি অবকাঠামো; বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, সরকার পুরোপুরি যন্ত্র নির্ভর শিল্প বিপ্লব করতে চায় না। একদিকে নিজেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অন্যদিকে কর্মসংস্থানের বিষয়টিও নিশ্চিত করা হবে।

ফাইভ-জি প্রযুক্তির উপর ভিত্তি করেই পঞ্চম শিল্প বিপ্লবের পরিকল্পনা হচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ডিভাইসের সংকট কাটাতে হবে। এছাড়া, নেটওয়ার্কের মানোন্নয়নে টাওয়ার নির্মাণের ক্ষেত্রে মিথ্যা বিভ্রান্তি দূর করতে হবে বলেও জানান তারা।

এসজেড/

Exit mobile version