Site icon Jamuna Television

‘পাঠান’ নিয়ে আর বিতর্ক করে লাভ নেই, মত বদলালেন মধ্যপ্রদেশের মন্ত্রী

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। এখন মত বদলালেন তিনি। তার মতে, আর কোনো ধরনের প্রতিবাদ করে লাভ নেই। কারণ ইতোমধ্যেই সেন্সর বোর্ডের তরফ থেকে কিছু দৃশ্য বাদ দেয়া হয়েছে। পরিবর্তিত হয়েছে ছবির বেশ কিছু সংলাপও। খবর আনন্দবাজার পত্রিকার।

মধ্যপ্রদেশের এই মন্ত্রী বলেছেন, আমার বিশ্বাস সব ধরনের বিতর্কিত দৃশ্য সংশোধন করা হয়েছে। সেন্সর বোর্ড সব ভুল পরিবর্তন করেছে। তাই এখন আর প্রতিবাদের কোনো অর্থই হয় না।

এর আগে নরোত্তমের দাবি করেছিলেন, ভারতের ‘সনাতন সংস্কৃতি’কে অবমাননা করছে ‘পাঠান’। তাই এই ছবি ভারতে কিছুতেই চলতে দেয়া যাবে না বলেও জানান তিনি। তবে এখন তার গলায় অন্য সুর।

অন্য দিকে, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির পর থেকে দর্শকের মধ্যে এক অন্য উন্মাদনা বিরাজ করছে। ভোর থেকেই প্রেক্ষাগৃহে লাইন দিয়েছেন শাহরুখপ্রেমীরা। দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে বড় পর্দায় ফিরেছেন তিনি। ফিরেই হাঁকিয়েছেন ছক্কা। ভারতের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। এবার বিদেশেও ‘পাঠান ঝড়’। দেশ-বিদেশ মিলিয়ে দু’দিনে ১২৫ কোটিরও বেশি ব্যবসা করলো শাহরুখ খানের ‘কামব্যাক’ ছবি।

ইউএইচ/

Exit mobile version