Site icon Jamuna Television

ভোলায় কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

ভোলা প্রতিনিধি:

ভোলায় বিচ্ছিন্ন চরে কুকুরের আক্রমণে একটি হরিণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙা চরে এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যার দিকে মৃত হরিণটিকে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শশীগঞ্জ বিট কর্মকর্তা রোমেল হোসেন।

তিনি জানান, আজ দুপুরের দিকে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙা চরে কুকুরের আক্রমণে আহত হয় একটি হরিণ। আহত হরিণটিকে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা আহত হরিণটিকে চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরে নিয়ে আসলে হরিণটির মৃত্যু হয়। পরে হরিণটিকে শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়। মৃত হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version