Site icon Jamuna Television

বিয়ে করলেন অক্ষর প্যাটেল

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন অক্ষর প্যাটেল। দীর্ঘ দিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, অক্ষর তার বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে সেটা আর সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গুজরাটের বগোদরায় বিয়ে হয়েছে অক্ষর-মেহার। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েকজন ক্রিকেটারও আমন্ত্রিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

অক্ষর অনেকটা চুপিসারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছিলেন। বিয়ের জন্য কেএল রাহুলের মতো তিনিও ছুটি নিয়েছিলেন বোর্ড থেকে।

/এনএএস

Exit mobile version