Site icon Jamuna Television

করাচিতে রহস্যজনকভাবে ১৪ শিশুসহ ১৮ জনের মৃত্যু

পাকিস্তানের করাচির কেমারি এলাকায় রহস্যজনকভাবে ১৪ শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

দেশটির হেলথ সার্ভিসের পরিচালক আবদুল হামিদ জুমানি এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, ১০-২৫ জানুয়ারির মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

আবদুল হামিদ বলেন, আমরা সন্দেহ করছি এ ঘটনার সাথে সাগর অথবা পানি জড়িত, কারণ যে গ্রামে এ ঘটনা ঘটেছে তা সাগরের খুব কাছে। আমাদের টিম এ অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করতে যথাসাধ্য কাজ করে যাচ্ছে।

মৃতের স্বজনরা জানায়, মারা যাওয়ার আগে ভুক্তভোগীদের প্রচণ্ড জ্বর ছিল, এছাড়া গলা ফোলা এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাদের। এদিকে স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন ধরে সেখানকার বাতাসে অদ্ভুত গন্ধ পাচ্ছেন তারা।

এটিএম/

Exit mobile version