Site icon Jamuna Television

রাজধানীর কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানী কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই দুই শিশুর নাম আব্দুর রহিম এবং লামিয়া।

নিহত লামিয়ার ভাই রাসেল জানান, রহিম ও লামিয়া সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সন্ধ্যায় দুই-ভাই বোন ছাদে খেলতে যায়। কিন্তু ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত দুজনই নিচে পড়ে যায়। জানা গেছে, নিহতদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে।

এটিএম/

Exit mobile version