Site icon Jamuna Television

পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর, নগর জুড়ে সাজসাজ রব

পাঁচ বছর পর আগামীকাল রাজনৈতিক সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরজুড়ে সাজসাজ রব, ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। চলছে প্রচার-প্রচারণা। প্রস্তুতি পরিদর্শন করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। সেই সাথে, প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।

গেল এক বছরেই রাজশাহীর উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটিরও বেশি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। তাই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ। এই জনসভায় অংশ নিতে আশেপাশের জেলা থেকে রাজশাহী আসছে নেতাকর্মীরা। এর আগে, সর্বশেষ ২০১৮ সালের মাদরাসা ময়দানেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এম ই

Exit mobile version