Site icon Jamuna Television

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার ভিডিও প্রকাশ

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন হাউজ স্পীকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। পুলিশের বডি ক্যামেরার এই ফুটেজে দেখা যায়, গত অক্টোবরে পল পেলোসির বাসায় যখন পুলিশ প্রবেশ করে তখন হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে হামলাকারী। খবর বিবিসি।

ঘটনার পর বেশ কিছু সংবাদমাধ্যম হামলার ভিডিও ও জরুরি সার্ভিসে কল দেয়ার রেকর্ড প্রকাশের আবেদন করে। হামলাকারী তার বাড়িতে প্রবেশের পর পল পুলিশের জরুরি সার্ভিসে সাহায্যের জন্য কল দেন। সাহায্যের জন্য আসা পুলিশ সদস্যের গায়ে লাগানো ক্যামেরায় ধারণ করা হয় ভিডিওটি

শুক্রবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আক্রমণকারী ও পল পেলোসি হাতুড়ি ধরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পুলিশের সামনেই পলকে হাতুড়ি দিয়ে আঘাত করে আক্রমণকারী। সাথে সাথে উপস্থিত পুলিশ সদস্য তাকে থামায়।

গেলো বছরের অক্টোবরে সান ফ্রান্সিস্কোতে ন্যান্সির বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে আক্রমণকারী । তার হামলার টার্গেট ছিলেন ন্যান্সি। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না। তাই আক্রমণের শিকার হন তার স্বামী পল পেলোসি। এরপর আটক করা হয় হামলাকারীকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু; মাকে ডাকছিলেন নিকোলস

/এম ই

Exit mobile version