Site icon Jamuna Television

নাটোরে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুর ও গুরুদাসপুর থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে লালপুরের বড়বাদকয়া গ্রাম ও গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বিশ্বরোড এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার ভোর ৬টার দিকে বড়বাদকয়া গ্রামে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের একটি পুকুর পাড়ে আবুল কালামের (৫০) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় কালামের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত কালাম ওই গ্রামের ইনছার আলীর ছেলে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শুক্রবার রাতে কালামের সাথে তার স্ত্রী আর্জিনার ঝগড়া হয়। এতে আর্জিনার আগের পক্ষের ছেলে আল আমিনও যোগ দেয়। এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপর ঘটনায় গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শনিবার সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বিশ্বরোড এলাকা থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় উদ্ধারে কাজ শুরু করেছে পিবিআই।

এএআর/

Exit mobile version