Site icon Jamuna Television

নির্বাচনে জিতলেও আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে, হারলেও থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছে, হারলেও পাশে থাকবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস, মানুষের পাশে থাকার ইতিহাস।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উত্তরায় আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই পদযাত্রার পেছনের দিকে আছে মরণযাত্রা। এভাবেই তারা আন্দোলনে পরাজিত হবে, রাজনীতিতেও মরণ হবে।

তিনি আরও বলেন, জনগণ চাইলে আমরা ক্ষমতায় যাবো। আওয়ামী লীগ জোর করে বা বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয়।

এসজেড/

Exit mobile version