Site icon Jamuna Television

সন্ত্রাসী সংগঠন হুজিবি প্রধানসহ গ্রেফতার ৬; বড় হামলার পরিকল্পনা ছিল, বলছে সিটিটিসি

সন্ত্রাসী সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ বা হুজিবি’র প্রধান সমন্বয়কসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। ৬ জনের এ দলের নেতা আটককৃত ফখরুল ইসলাম ওসামা বিন লাদেনের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সিটিটিসি অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ১৯৮৮ সালে আফগান যুদ্ধে অংশ নিতে পাকিস্তানে যায় ফখরুল ইসলাম। দীর্ঘদিন আফগানিস্তানের কান্দাহারে প্রশিক্ষণ নেন তিনি। পরে তিনি দেশে ফিরে আসেন ১৯৯৮ সালে।

সিটিটিসি বলছে, আটকের আগে নতুন করে হুজিবিকে সংগঠিত করার এবং বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল ফখরুল ইসলামের। রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার সদস্য সংগ্রহের জন্য ভিজিট করেছেন তিনি। কয়েকজন সদস্যও সংগ্রহ করেন সেখান থেকে। ফখরুলের পরিকল্পনা ছিল পাহাড়কেন্দ্রীক প্রশিক্ষণ ক্যাম্প করার। সিটিটিসির তথ্যমতে, সম্প্রতি নতুন সদস্য সংগ্রহ এবং অস্ত্র-বোমা তৈরির প্রশিক্ষণ চালাচ্ছে হুজি। অনলাইনে ব্যাপকভাবে সক্রিয় সংগঠনটি।

এসজেড/

Exit mobile version