Site icon Jamuna Television

নারায়ণগঞ্জ কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে প্রেরণ করা হয়। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্রও দেয়া হয়। পরে দুইদিন ধরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়। পরদিন সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সরকারি বিধি অনুযায়ী আদালতের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

এএআর/

Exit mobile version