Site icon Jamuna Television

কলেজছাত্র হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় কলেজ ছাত্র হাবিবুল্লাহ সরদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ২৩ আসামিকে খালাস দেয়া হয়েছে।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ডা. সাইফুল্লাহ পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন মামুন ও জিয়ারুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুলাই কৃষি জমিতে গভীর নলকূপের পানি বিতরণকে কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্সের ছাত্র হাবিবুল্লাহ সরদার নিহত হন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। বিচারে আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

যমুনা অনলাইন: কেআর/টিএফ

Exit mobile version