Site icon Jamuna Television

‘রোনালদোর মিসগুলোই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে’

ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসরের ম্যানেজার রুডি গার্সিয়া সৌদি সুপার কাপে আল ইতিহাদের বিরুদ্ধে হারের জন্য দুষেছেন দলের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর মিসগুলোই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। খবর গোল ডটকমের।

সৌদি সুপার কাপে আল ইতিহাদের বিরুদ্ধে হতাশাজনক রাত কেটেছে রোনালদোর। ম্যাচের প্রথমার্ধেই গোলমুখে দলকে সমতায় ফেরানোর সহজ সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন। তার আগে, ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই রোমারিনিওর গোলে লিড নেয় আল ইতিহাদ। আল নাসরের ফরাসি কোচ রুডি গার্সিয়ার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে রোনালদো গোল মিস না করলে ম্যাচের গতিপথ অন্যরকমও হতে পারতো।

ফরাসি রিপোর্টারদের সাথে আলাপকালে রুডি গার্সিয়া বলেন, ম্যাচের প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল মিসই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবদেররাজ্জাক হামাদাল্লাহর গোলে লিড দ্বিগুণ করে আল ইতিহাদ। এরপর ৬৭ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার গোল শোধে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়ে তোলে আল নাসর। কিন্তু মুহান্নাদ শাঙ্কিতির করা ইনজুরি টাইমের গোলে জয় নিশ্চিত করে আল ইতিহাদ।

আরও পড়ুন: ২০২২ সালের সেরা ১০০ ফুটবলারের নাম ঘোষণা করলো দ্য গার্ডিয়ান

/এম ই

Exit mobile version