Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে কিম জং উন’র বোনের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের এ প্রতিশ্রুতির প্রতি নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন’র বোন। খবর রয়টার্স’র।

শনিবার (২৭ জানুয়ারি) কেসিএনএকে দেয়া বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তেমনি উত্তর কোরিয়াও থাকবে।

তিনি বলেন, আমি ইউক্রেনকে সামরিক অস্ত্র সরবরাহ করে যুদ্ধের পরিস্থিতি বাড়িয়ে দেয়ার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ঘোষণা দেয়, তারা ইউক্রেনকে সবচেয়ে উন্নত যুদ্ধ ট্যাংকগুলোর ৩১টি সরবরাহ করবে। জার্মানির লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র এ তথ্য জানায়।

উত্তর কোরিয়া গতবছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে।

/এনএএস

Exit mobile version