Site icon Jamuna Television

অনেক উন্নত দেশের চেয়েও সংকটময় পরিস্থিতিতে ভালো আছে বাংলাদেশ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

সংকটাপন্ন পরিস্থিতিতে অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দক্ষিণ এশিয়া তো বটেই, অনেক উন্নত দেশগুলোর চেয়েও সংকটের মধ্যে ভালো আছে বাংলাদেশের মানুষ।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বড়-বড় দেশগুলো পৃথিবীতে যুদ্ধ বাঁধানোয় আমাদের মতো ছোট-ছোট দেশগুলো সমস্যায় পড়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শক্ত হাতে দেশের হাল ধরেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

আগামীকাল রোববার রাজশাহীতে অনুষ্ঠিতব্য জনসভার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন-অর্জনে বদলে যাওয়া দৃশ্যপটের ওপর গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন। নৌকায় আবারও মানুষের সমর্থন ও ভোট চাইবেন বঙ্গবন্ধুকন্যা।

এ সময় রাজশাহীতে আগামীকাল স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা। বলেন, নির্বাচনের আর এক বছর বাকি। তাই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এসজেড/

Exit mobile version