Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৪

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থামছেই না আগ্নেয়াস্ত্র সহিংসতা। লস অ্যাঞ্জেলসে আবারও বন্দুকধারীর গুলিতে প্রাণ গেলো ৩ জনের। এতে আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এপি নিউজের।

শনিবার (২৮ জানুয়ারি) বেভারলি ক্রেস্ট এলাকায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের একটি গাড়ির মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলাকারী হিসেবে সন্দেহভাজনের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। গত ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত হন ১১ জন। এর দু’দিন পরই অপর এক হামলায় হাফ মুন বে’তে প্রাণ যায় ৭ জনের। একের পর এক ম্যাস শ্যুটিংয়ের ঘটনায় ক্ষুব্ধ অঙ্গরাজ্যটির বাসিন্দারা। আবারও জোরদার হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কড়াকড়ি করার দাবি।

এএআর/

Exit mobile version