Site icon Jamuna Television

পেদ্রির গোলে বার্সার জয়

জয়সূচক একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। ছবি: সংগৃহীত

লা লিগায় পেদ্রির একমাত্র গোলে জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান ক্লাবটি।

খেলার ১৫ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। উসমান ডেম্বেলের একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৬১ মিনিটে বার্সার করা গোলে ভূমিকা রাখেন জর্ডি আলবা। স্প্যানিশ ডিফেন্ডারের শট ঠেকানোর চেষ্টায় ব্যর্থ হন জিরোনা গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে জালে বল পাঠান তরুণ মিডফিল্ডার পেদ্রি।

কিছুক্ষণ পর জিরোনার মার্তিনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর কোনো দলই গোল করতে পারেনি। এ জয়ে ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

এএআর/

Exit mobile version