Site icon Jamuna Television

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৫

দুর্গম পথে পেরুতে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) ৬০ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  পড়ে যায় বাসটি। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তের দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে উত্তরাঞ্চলীয় আলতো শহরে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তা ছেড়ে পাশের জমিতে নেমে যায় বাসটি। এ সময় অনেকে গাড়ির জানালা থেকে লাফ দেয়। বাকিরা আটকা পড়ে ভেতরে।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের জমিতে নেমে যায় বাসটি। ছবি: সংগৃহীত

প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি ফিটনেস পরীক্ষায় ঠিকঠাক আছে বলে সার্টিফিকেট পেয়েছিল বাসটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পেরুতে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। যথাযথ প্রশিক্ষণ ছাড়াই দুর্গম পথে গাড়ি চালায় চালকরা। ২০২১ সালে আন্দিজ পর্বতের মধ্য দিয়ে একটি খাড়া রাস্তা থেকে পড়ে গিয়ে ২৯ জনের মৃত্যু হয়।

এএআর/

Exit mobile version