Site icon Jamuna Television

ধরপাকড়ের মাঝেও বিক্ষোভের মুখে নেতানিয়াহু সরকার

৭ ইহুদি নিহতের জেরে জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ধরপাকড়-অভিযান চালালেও নিজ দেশে তীব্র বিক্ষোভের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। খবর রয়টার্সের।

শনিবার (২৮ জানুয়ারি) সরকারের নতুন সংস্কার নীতির বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয় লাখো মানুষ। রাজধানী তেলআবিবে হয় সবচেয়ে বড় সমাবেশ। অন্যান্য শহরেও ছরিয়েছে আন্দোলন।

বিক্ষোভকারীদের দাবি, নতুন নীতি বাস্তবায়ন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। বিচার বিভাগের সদস্যদের নিয়োগে বাড়বে সরকারের ক্ষমতা। যা হুমকির মুখে ফেলবে বিচার বিভাগের স্বাধীনতাকে। এছাড়া সরকারি সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনার সুযোগও সীমিত হয়ে পড়বে বলে দাবি আন্দোলনকারীদের।

সম্প্রতি বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে, পার্লামেন্টের এখতিয়ার বাড়াতে সংস্কার প্রস্তাব দেয় নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট।

এটিএম/

Exit mobile version