Site icon Jamuna Television

পাকিস্তানে যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে ৪১ জনের প্রাণহানি

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ৪১ জন প্রাণ হারালেন। রোববার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ চার আরোহী। খবর ডয়েচে ভেলের।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, কমপক্ষে ৫০ জন আরোহী নিয়ে কোয়েটা থেকে করাচির দিকে যাচ্ছিলো বাসটি। নীতিমালা অমান্য করে তীব্র গতিতে যানটি চালাচ্ছিলেন ড্রাইভার। বাঁক নেয়ার সময় ব্রিজের থামের সাথে ধাক্কা লেগে সেটি পড়ে যায় গিরিখাদে। সাথে সাথে আগুন ধরে যায় বাসে।

এরপর স্থানীয়দের চেষ্টায় শুরু হয় উদ্ধার তৎপরতা। পরে তাদের সাথে যোগ দেন ফায়ার ব্রিগেডকর্মীরা। দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন এক নারী ও দুই শিশু। তাদের অবস্থাও সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে, শুধু ২০১৮ সালেই পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ।

এটিএম/

Exit mobile version