Site icon Jamuna Television

২ দিনের কর্মবিরতিতে যাচ্ছে সিঅ্যান্ডএফ এজেন্টরা

কাস্টমস লাইসেন্সিং বিধিমালা বাতিলের দাবিতে সোমবার ও মঙ্গলবার (৩০ ও ৩১ জানুয়ারি) সারাদেশের কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারির পর ফেডারেশনের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় সংশোধনের জন্য অনুরোধ জানানো হলেও তা আমলে নেয়া হয়নি। পরে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা প্রণয়নের সময় ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হলেও তা গুরুত্ব না দিয়েই বিধি জারি করা হয়।

সুলতান হোসেন খান আরও বলেন, সারাদেশে কর্মরত সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। উদ্ভুত এ পরিস্থিতির জন্য ফেডারেশন দায়ী থাকবে না বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version