Site icon Jamuna Television

কেক খেয়ে অসুস্থ, হাসপাতালে মৃত্যু দুই বোনের

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে। কেক খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় তাদের।

রোববার (২৯ জানুয়ারি) সকালে গাজীপুরের ইপসা গেট এলাকায় কেক খায় চার বছরের আশামনি ও দেড় বছরের আলিফা। এরপর মুখ দিয়ে হঠাৎ ফ্যানা বের হয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

দুই শিশু সন্তানকে হারিয়ে দিশেহারা পোশাক শ্রমিক দম্পত্তি। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একইসাথে দুই মেয়ে শিশুকে হারিয়ে দিশেহারা পোশাক কর্মী মা। সকালেও যে ফুটফুটে দুই সন্তান খেলাধুলা করেছে, চোখের সামনে-তারাই এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালের মর্গে।

/এনএএস

Exit mobile version