Site icon Jamuna Television

এক দশকের মধ্যে ২০২২-এ চীনে সবচেয়ে কম স্মার্টফোন বিক্রি

চীনের স্মার্টফোন বিক্রির পরিমাণ কমেছে। আগের বছরের তুলনায় ২০২২ সালে চীনের বাজারে স্মার্টফোন বিক্রির সংখ্যা কমেছে ১৪ শতাংশ। যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। রোববার (২৯ জানুয়ারি) বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

২০২২ সালে চীনে স্মার্টফোন বিক্রি হয়েছে ২৮ কোটি ৬০ লাখ। আর ২০২১ সালে দেশটিতে ৩২ কোটি ৯০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল। মূলত ভোক্তারা খরচ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কারণে এই সংখ্যা কমেছে।

আইডিসি তাদের প্রতিবেদনে জানায়, গত দশ বছরের মধ্যে প্রথমবারের মতো স্মার্টফোন বিক্রি ৩০ কোটির নিচে নেমেছে। গেলো বছর চীনা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে ভিভো। তবে তা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ১ শতাংশ কম ছিল। দ্বিতীয় অবস্থানে আছে অনার। তাদের অবশ্য বিক্রি বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩৪ শতাংশ। তালিকার তৃতীয়স্থানে আছে অ্যাপল ও অপ্পোর স্মার্টফোন। তবে, অ্যাপলের বিক্রির পরিমাণ ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

/এমএন

Exit mobile version