Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে মেয়ের বিয়ের খরচের চিন্তায় স্ত্রীকে হত্যা করে বাবার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মেয়ের বিয়ের খরচের চিন্তায় স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। শনিবার (২৮ জানুয়ারি) গুলিবিদ্ধ অবস্থায় তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। ওই ভিডিও থেকেই আত্মহত্যার কারণ জানা যায়। খবর এনডিটিভি’র।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের পান্নায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’

আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি। আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’

পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এনএএস

Exit mobile version