Site icon Jamuna Television

৬ গোলে হারের আধা ঘণ্টার মধ্যেই কোচ বরখাস্ত

স্কটিশ ক্লাব আবারডিনের টানা বাজে পারফরমেন্সে চাকরি হারিয়েছেন দলটির কোচ জিম গুডউইন। তাও আবার শনিবার (২৮ জানুয়ারি) লিগ ম্যাচে হিবানিয়ানের বিপক্ষে ৬-০ গোলে হারের আধা ঘণ্টার মধ্যেই।

আবারডিনের খেলোয়াড়রা তখনও ড্রেসিংরুম থেকে বের হয়নি। এর মাঝেই দলটির কোচকে বরখাস্ত করার খবর আসে। মূলত দলের বড় হারের ঠিক ১৯ মিনিট পরই চাকরিচ্যুত হন গুডউইন।

এমনিতেও দলের টানা ব্যর্থতায় গুডউইনের ভবিষ্যৎ অনিশ্চয়তার সুতোয় ঝুলছিল। এর আগে, স্কটিশ কাপের চতুর্থ রাউন্ডে আবারডিন ষষ্ঠ স্তরের দল ডারভেলের কাছে হেরে বসে।

আবারডিন এখন লিগে সপ্তম স্থানে অবস্থান করছে। সবশেষ দুই ম্যাচে তারা ১১টি গোল হজম করেছে।

/এমএন

Exit mobile version