Site icon Jamuna Television

নাটোরে তিন ভেজাল গুড় ব্যবসায়ীর কারাদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে তিনজন ভেজাল গুড় ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার ওয়ালিয়া মন্ডলপাড়া এলাকায় ভেজাল গুড় কারাখানায় অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, একই এলাকার আবুল কালাম, আসানুর আলী ও রায়তুল্লা শাহ।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভেজাল গুড় কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চিনি, রং ও বিভিন্ন ক্যামিকেল দিয়ে গুড় তৈরির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় ৯ বস্তা চিনি, ২৩ কন্টেইনার ভেজাল গুড়, এরারুট, রং ও ফিটকিরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভেজাল গুড় তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রির কথা স্বীকার করেন। পরে ভেজাল গুড় ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে জব্দকৃত ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।

ইউএইচ/

Exit mobile version