Site icon Jamuna Television

নাটোরের ‌’ধোঁয়া মানব’, পান খেলেই মাথা দিয়ে বের হয় ধোঁয়া

কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা থেকে অনবরত ধোঁয়া বের হয়। তাই এলাকাবাসী তার নাম দিয়েছেন ধোঁয়া মানব। এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়।

উপজেলার চকগাজীপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী জানান, গেলো ৭/৮ বছর ধরে পান খাওয়ার পর তার মাথা থেকে ধোঁয়া বের হয়। এমন অবাককাণ্ড দেখতে অনেকেই ভিড় জমান। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে মেডিকেল টিম।

এলাকায় ধোঁয়া মানব হিসেবে পরিচিতি পেয়েছেন রাব্বানী। নাটক-সিনেমার আজগুবি দৃশ্য এখন বাস্তবেও ধরা দিচ্ছে। যা দেখতে ভিড় জমান অনেকে। রাবান্নীও হাসিমুখে তাদের আবদার মেটান।

এ নিয়ে রাব্বানীর স্ত্রী তানিয়া খাতুন জানান, পান খাওয়ার পর মাথা দিয়ে ধোয়া বের হলেও কখনও অসুস্থ হয়ে পড়েননি তার স্বামী। তাই বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছেও যাননি তারা।

জেলার সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলছেন, কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া ঘাম বের হওয়া স্বাভাবিক। তবে মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে।

এটিএম/

Exit mobile version