Site icon Jamuna Television

বেতন দেয়ার কথা বলে মারধর, দক্ষিণখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক শ্রমিকদের

বকেয়া বেতন এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে এ অ্যান্ড এ গার্মেন্টসের শ্রমিকরা। রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার কিছু পর রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

গার্মেন্টস কর্মীদের দাবি, রোববার বকেয়া বেতন দেয়ার কথা বলে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্যাক্টরির সামনে বসিয়ে রাখে মালিকপক্ষ৷ এরপর পাশের একটি স্কুল মাঠে বেতন দেয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় কয়েক জনকে। বাকি শ্রমিকরা বেতন আনতে গেলে স্থানীয় কয়েকজনের নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়৷ এ সময় মারধরে আহত হন গর্ভবতী নারীসহ বেশ কয়েকজন।

ভুক্তভোগী কর্মীদের প্রশ্ন, বেতন দেয়ার কথা বলে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে পরে হামলা করার মানে কী? তারা বলছেন, গার্মেন্টস চালাতে হলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী চালাতে হবে। তবে এ বিষয়ে কথা বলেননি মালিকপক্ষের কেউ।

এসজেড/

Exit mobile version