Site icon Jamuna Television

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সবুজ মিয়া (২৭)।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে এক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী সবুজ জেলার মুরাদনগর উপজেলার সিংহারিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ প্রক্রিয়ায় এসির পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১ হাজার ১৩৬ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। এছাড়া একই কায়দায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে মাদক পরিবহণ করে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাদক ব্যবসায়ী সবুজ মিয়া।

ইউএইচ/

Exit mobile version