Site icon Jamuna Television

টাইব্রেকারে বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

ছবি: সংগৃহীত

হকি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে জার্মান দল।

দারুণ পারফরমেন্সে এবারও ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটের মাথায় এগিয়েও যায় তারা। পরের মিনিটেই আরেকটি গোলে চালকের আসনে ছিল বেলজিয়ামই। কিন্তু ২৮ মিনিটের মাথায় ভেলেন নিকোলসের গোলে ম্যাচে ফেরে জার্মানরা।

৪০ মিনিটে গনসালো পেইলাতের গোলে ম্যাচে আসে সমতা। আর ৪৭ মিনিটে গ্রামবুশের গোলে ম্যাচের আধিপত্য চলে যায় জার্মানদের হাতে। ম্যাচের ২ মিনিট বাকি থাকতে গোল করে বেলজিয়াম ফিরে সমতায়। কিন্তু টাইব্রেকারে বাজিমাত করে তৃতীয়বারের মতো হকির বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানরা।

/আরআইএম

Exit mobile version