Site icon Jamuna Television

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর বাগমারা মন্দির এলাকায় রাকিব হাসান নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় এ ঘটনাটি ঘটে। তবে কী কারণে গুলি করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেলযোগে তিন যুবক বাগমারা মন্দিরের সামনে দিয়ে যাবার সময় মাঝখানে থাকা রাকিব হাসান হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। মোটরসাইকেলটি দ্রুত স্থান ত্যাগ করে। যুবকের পিঠের নিচে দুটি গুলির চিহ্ন রয়েছে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলিবিদ্ধ যুবক জানায়, ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাবার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। রাকিব হাসান খুলনার রূপসা উপজেলার আইচগাতি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এদিকে, গুলিবিদ্ধ যুবক ও এলাকাবাসীর বক্তব্য ভিন্ন হওয়ায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ইউএইচ/

Exit mobile version