Site icon Jamuna Television

চীনে সিনজিয়াং প্রদেশে ভূমিকম্প অনুভূত

ছবি: প্রতীকী

চীনে সিনজিয়াং প্রদেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী কম্পনে কেঁপে উঠে সিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনজিয়াং প্রদেশের আকসু শহরে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

দেশটির রেললাইন, সেতু, টানেল বা ট্রাফিক সিগন্যাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা মূল্যায়নের জন্য একটি পর্যবেক্ষণকারী দল গঠন করা হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএইচ/

Exit mobile version