Site icon Jamuna Television

পদযাত্রা করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না: কৃষিমন্ত্রী

পদযাত্রা বা মৌনযাত্রা করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না। এমন মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, ২০১৩ ও ২০১৮ সালে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তারা সরকারকে পদচ্যুত করতে পারেনি।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিপণ্য রফতানি নিয়ে এক বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৫ সালে একটানা ৯০ দিন জ্বালাও পোড়াও করে বিএনপি মানুষ হত্যা করেছে। তখন তারা বলেছিল ক্ষমতায় না বসে ঘরে ফিরবে না তারা। কিন্তু তাদের পরিণতি হয়েছিল জেল।

ব্যবসায় দুর্নীতি ও হয়রানি নিয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে ড. রাজ্জাক বলেন, দুর্নীতি আন্ডার ডেভেলপমেন্ট দেশ থেকে একেবারে মুক্ত করা সম্ভব হয় না। দেশে দুর্নীতি কম দাবি করে তিনি বলেন, সিপিডি এখন রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগুচ্ছে। তারা ধোঁয়া তুলশী পাতা বা নিরপেক্ষ নয়। একটা দলকে ক্ষমতা আনতে চাচ্ছে তারা। বলেন, সিপিডি বক্তব্যের সমর্থনে তথ্য প্রমাণ না দিলে, এ নিয়ে তাদের ভুগতে হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version