Site icon Jamuna Television

সাফের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে নেপাল

ছবি: সংগৃহীত

আগামী জুনে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যুর জন্য কেবল আবেদন করেছে নেপাল। শুরুতে বাংলাদেশ ও ভারতের নাম শোনা গেলেও আবেদনপত্র জমা দেয়নি দেশ দুইটি।

গতকাল রোববার (২৯ জানুয়ারি) আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আর এই টুর্নামেন্টের আয়োজক হতে শুধুমাত্র আগ্রহ জানিয়েছে নেপাল। বলা চলে, আগামী সাফের আয়োজক হওয়ার দৌড়ে একরকম তারাই এগিয়ে। এদিকে, ভেন্যুস্থল নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের ভাষ্য, এ নিয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে এ নিয়ে অনলাইন সভা আয়োজিত হবে। সেখানে আলোচনার পরই জানা যাবে কোন দেশ হতে যাচ্ছে আগামী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক।

/আরআইএম

Exit mobile version