Site icon Jamuna Television

চবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ভাঙচুর

আটকে আছে শিক্ষার্থীবাহী শাটল ট্রেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা চলছিল বলে জানা গেছে। ভাঙচুরের ঘটনার সময় উপাচার্য, উপ-উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা ভেতরে থাকলেও কারো কোন ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ে এসে সেখানে থাকা ফুলের টব ও কাঁচের কাপ, প্লেট ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয়ের একটি সুত্রে জানা গেছে, একজন ছাত্রলীগ নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়া ও নিয়োগের ক্ষেত্রে বিএনপি জামায়াত সংশ্লিষ্টদের নিয়োগ দেয়ায় ভাঙচুর চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। পরে, বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী শাটল ট্রেনও আটকে দেয়।

এদিকে, ভাঙচুরের ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

/এসএইচ

Exit mobile version