Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন স্টিভেন স্মিথ। আর প্রথম শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন উসমান খাজা।

সোমবার সিডনিতে জমকালো ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অ্যালান বোর্ডার পদকটি চতুর্থবার জিতে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ। খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়ার ভোটে স্মিথ ১৭১ পয়েন্ট অর্জন করেছেন। হারিয়েছেন ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১ হাজার ৫৪৭ রান করেছেন স্মিথ।

টেস্ট ক্রিকেটে গৌরবের স্বাক্ষর রাখা শেন ওয়ার্নকে স্মরণ করে এবার তার নামে চালু করা হয়েছে একটি পুরস্কার। অস্ট্রেলিয়ার সাদা পোশাকে গত এক বছর দুর্দান্ত কাটানো খাজা পেয়েছেন এই পুরস্কার। ভোটিংয়ের জন্য বিবেচিত সময়ে ৭৮.৪৬ গড়ে ১ হাজার ২০ রান করেন খাজা। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। বছরের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টয়নিস।

ইউএইচ/

Exit mobile version