Site icon Jamuna Television

ফের বাড়লো বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর

প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়ানোর পথেই হাঁটলো সরকার। ১২ জানুয়ারির পর এবার ৩০ জানুয়ারি নির্বাহী আদেশে আবার বাড়ানো হলো সব ধরনের বিদ্যুতের দাম। আগামী ১ ফেব্রুয়ারি কার্যকর হবে এ নতুন দাম।

এক প্রজ্ঞাপন জারি করে নতুন এ দামের বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ দফায়ও গ্রাহক পর্যায়ে কমপক্ষে ৫ শতাংশ দাম বাড়লো। সে অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়লো গড়ে ২০ পয়সা করে। পায়কারিতে বাড়লো ৬.৫৭ থেকে ৭.৩৬ শতাংশ।

এর আগে দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়িয়ে গত ১২ জানুয়ারি নির্বাহী আদেশ জারি করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর করা হয়। ওই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।

উল্লেখ্য, গত নভেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এটি গতবছরের ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। তাই ডিসেম্বর থেকেই খুচরা দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা। গত ২ জানুয়ারি এসব আবেদন নিয়ে শুনানি করে বিইআরসি। এরপর ১৫ জানুয়ারির মধ্যে মতামত জানাতে বলা হয়। তার ভিত্তিতে নতুন দাম ঘোষণা করার কথা বিইআরসির। তবে তার আগেই ১২ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ায় সরকার।

এসজেড/

Exit mobile version